জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে বগুড়া সদরকে হারিয়ে কাহালু উপজেলা চ্যাম্পিয়ন
বগুড়ার জেলা প্রশাসক গোল্ডকাপ আন্ত:উপজেলা ফুটবল টুর্ণামেন্টে বগুড়া সদর উপজেলাকে হারিয়ে কাহালু উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বগুড়া শহরের খান্দারে শহীদ চান্দু ষ্টেডিয়ামের পাশে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন ষ্টেডিয়ামে ফাইনাল খেলায় কাহালু উপজেলা দল ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার প্রথমাংশে কাহালু উপজেলা দল বিজয়সূচক গোল দুটি করে। আর বগুড়া সদর উপজেলা দল খেলার শেষ দিকে একটি গোল করে ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি। খেলা শেষে প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো: হুমায়ুন কবীর বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
বগুড়া জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (বিপিএম সেবা), বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মাসুম আলী বেগ ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব সুলতান মাহমুদ খান রনি বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
গত ১৬ অক্টোবর নক আউট ভিত্তিক টুর্নামেন্ট শুরু হয়। এ টুর্ণামেন্টে অংশ নেয় বগুড়ার ১২টি উপজেলা ফুটবল দল। এবারের টুর্ণামেন্টে প্রতি দলে দেশি বিদেশি সর্বোচ্চ ৫ জন করে বহিরাগত খেলোয়াড় অংশ গ্রহণ করেন। ট্রফি ছাড়াও চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় এক লাখ টাকা এবং রানার্স আপ দলকে ৫০ হাজার টাকা। অংশগ্রহণকারি প্রতিটি দলকে প্রদান করা হয় ১০ হাজার করে টাকা। এছাড়া প্লেয়ার অব দ্যা ম্যাচ, টুর্ণামেন্টের সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষককে পুরস্কার প্রদান করা হয়।
এবারের টুর্ণামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো, ক গ্রুপে অংশগ্রহণ করছে সোনাতলা উপজেলা, কাহালু উপজেলা, ধুনট উপজেলা, নন্দীগ্রাম উপজেলা, শেরপুর উপজেলা, গাবতলী উপজেলা। খ গ্রুপে অংশ গ্রহণ করবে শিবগঞ্জ উপজেলা, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া সদর উপজেলা, শাজাহানপুর উপজেলা, দুপচাঁচিয়া উপজেলা, আদমদীঘি উপজেলা ফুটবল দল।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
