প্রকাশিত : ১ নভেম্বর, ২০২১ ২১:৪৫

সকলের সন্মিলিত প্রচেষ্টায় দেশের উন্নয়নে কাজ করতে হবে- নুরুল ইসলাম

ষ্টাফ রিপোর্টার
সকলের সন্মিলিত প্রচেষ্টায় দেশের
উন্নয়নে কাজ করতে হবে- নুরুল ইসলাম

বগুড়া শহর সমাজসেবা কর্মকর্তা মো: নুরুল ইসলাম বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে সরকারের পাশাপাশি সকল বেসরকারি সংস্থাগুলোকেও জোরালোভাবে কাজ করতে হবে। সকলের সন্মিলিত প্রচেষ্টায় কাজ করলেই দেশকে সোনার বাংলায় রুপান্তর সম্ভব।

সোমবার দুপুরে বগুড়া শহরের ঠনঠনিয়ায় পভারটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট (পিডিপি) বগুড়ার প্রধান কার্যালয় ও সংস্থার কার্যক্রম পরিদর্শন শেষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে এই কর্মকর্তা আরো বলেন, বগুড়ায় অনেক বেসরকারি সংস্থা রয়েছে যারা অনেকে ভাল কাজ করে যাচ্ছে কিন্তু অনেকেই আবার শুধুই নামে রয়েছে কাজে নয়। তাই তিনি সকলকে ইতিবাচক কাজের আহ্বান জানান এবং ভাল কাজে সর্বদা তাদের সাথে যোগাযোগের মাধ্যমে সরকারের সহযোগী হিসেবে দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার কথা বলেন। পরিদর্শনে তিনি নতুন অবস্থাতেও এখন পর্যন্ত পভারটি ডেভেলপমেন্ট প্রোজেক্ট এর পরিচালিত কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। পিডিপি বগুড়ার নির্বাহী পরিচালক মো: বজলুর রহমান বাপ্পীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণমাধ্যমকর্মী ও যুব সংগঠক সঞ্জু রায় এবং বিশিষ্ট সমাজসেবক মাহবুব হাসান চমক। সংস্থার সভাপতি একেএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সংস্থার কার্যকরী কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে আব্দুল বাছেদ, মাহমুদুল হাসান, মো: সোহান শেখ, আরাফাত হোসাইন, আসাদুল হক, জনিউর রহমান প্রমুখ। উল্লেখ্য, পিডিপি সংস্থাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বগুড়া শহরসহ বিভিন্ন গ্রামাঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন, প্রতিবন্ধিদের সেবা প্রদান, মা-শিশুর স্বাস্থ্য সচেতনতা, করোনাকালীন সময়ে করণীয় শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন, টিকা কার্যক্রমে সহায়তা প্রদান, ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, ক্রীড়াসামগ্রী বিতরণ, করোনাকালীন সময়ে এলাকাভিত্তিক খাদ্যসামগ্রী বিতরণ, দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিকরণ কার্যক্রমসহ ইতিবাচক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে