প্রকাশিত : ২ নভেম্বর, ২০২১ ২২:৩৩

নামুজা-বুড়িগঞ্জ প্রেসক্লাবে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ
নামুজা-বুড়িগঞ্জ প্রেসক্লাবে ফেসবুকে 
অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বগুড়ার নামুজা-বুড়িগঞ্জ প্রেসক্লাবে ফেসবুকে অপপ্রচার চালানোর প্রতিবাদে সোমবার বিকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নামুজা ইউপি চেয়ারম্যান এসএম রাসেল মামুন। তিনি তার বক্তব্যে বলেন সম্প্রতি বগুড়া সদর নিউজ (বিএসএন-২৪) নামে ফেসবুক আইডি থেকে নামুজা মল্লিাকা সমবায় সঞ্চয় সমিতির নির্বাহী পরিচালক হেলাল উদ্দিন উধাও হওয়ার ঘটনায় আমাকে মিথ্যাভাবে জরিয়ে অপপ্রচার করা হয়েছে।
উক্ত ঘটনার সঙ্গে আমি কোন ভাবেই জরিত না। এছাড়াও আমার নামে বিভিন্ন সময়ে ফেসবুক ফেক আইডি থেকে বিভিন্ন রকম অপপ্রচার চালানো হচ্ছে। মূলত ঘটনা আমার সামনে নির্বাচন, সেই নির্বাচনে আমার জনপ্রিয়তা দেখে কোন একটি স্বার্থন্বেসী কুচক্র মহল ইর্ষান্বিত হইয়া আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
এসব ঘটনায় আমি বাদী হয়ে ইতি পূর্বে বগুড়া সদর থানায় একটি জিডি করি।
এরকম মিথ্যা ও ভিত্তিহীণ এবং সঠিক তথ্যবিহীণ অপপ্রচার থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি। এছাড়াও উক্ত ফেক ফেসবুক আইডির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে