প্রকাশিত : ৩ নভেম্বর, ২০২১ ২২:৩৭

শেরপুরে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময়

শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ
শেরপুরে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের
সাথে জেলা প্রশাসকের মত বিনিময়

বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসন ও সকল রিটার্নিং কর্মকর্তাদের আয়োজনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা ও আচরণ বিধিমালা প্রতিপালন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর বিকেল ৪ টায় পৌর শহরের হাজিপুর এলাকায় জেলা পরিষদ অডিটরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মাহবুব আলম শাহ। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজমুল হক, মৎস কর্মকর্তা মো. মাসুদ রানা, ইউআরসি মো. সায়েদুর রহমান। চেয়ারম্যানদের মাঝে বক্তব্য রাখেন, খামানকান্দি ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী আব্দুল মোমিন মহসিন, স্বতন্ত্র প্রার্থী আব্দুল ওহাব, খানপুর ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী পরিমল দত্ত, স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাঞ্জু, পিয়ার হোসেন, মির্জাপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোনায়েম হোসেন, সুঘাট ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. জেহাদ, ভবানীপুর ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী আবুল কালাম আজাদ, স্বতন্ত্র প্রার্থী জিএম মোস্তফা, সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী জেসমিন পারভীন, সীমাবাড়ি ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী গৌরদাস রায় প্রমূখ।
মত বিনিময় সভায় প্রধান অতিথি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে সরকার বদ্ধ পরিকর। আপনারা বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করুন। কেউ কারো সাথে প্রতিহিংসায় না জড়িয়ে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করুন। কেউ যদি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে তাহলে সাথে সাথে আমাদের জানান। আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। জনগনের রায়েই আপনাদের বিজয় নিশ্চিত হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে