প্রকাশিত : ৭ নভেম্বর, ২০২১ ২৩:২৩

সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম

সাংবাদিকরা জাতির বিবেক। তাই সমাজকে এগিয়ে নিয়ে যেতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর  সংবাদ পরিবেশন করলে দেশ, জাতি ও সমাজের উন্নয়ন ঘটবে। এক্ষেত্রে যে কোনো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সর্বদা সজাগ দৃষ্টি রাখা উচিত। গত শনিবার সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব দুপচাঁচিয়া বগুড়ার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নূরুল ইসলাম তালুকদার এ কথাগুলো বলেন। এ উপলক্ষে দুপচাঁচিয়া নিউ মার্কেটের ৩য় তলায় ফুডগার্ডেন চাইনিজ রেষ্টুরেন্টে ক্লাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু কালাম আজাদ ও সদস্য আজিজুল হক এর যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, থানার অফিসার ইনচার্জ হাসান আলী, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদ, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেহেরুল ইসলাম, এসএম হেলাল। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, উপজেলা সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তারুজ্জামান, উপজেলা দুপ্রকের সভাপতি আলহাজ্ব গাজিউর রহমান, বগুড়া জজ কোর্টের এপিপি এ্যাড. উৎপল কুমার বাগচী, দুপচাঁচিয়া মহিলা কলেজের অধ্যক্ষ সামছুল হক আকন্দ, জেকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, উপজেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীদুর রহমান কয়েন, উপজেলা ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাজী এনামুল হক রানা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ্ব বেলাল হোসেন প্রমুখ। এসময় এলাকার ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রধান, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভার পূর্বে ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটের অতিথিবৃন্দ।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে