প্রকাশিত : ৮ নভেম্বর, ২০২১ ২৩:১৯

সুশিক্ষা অর্জনের মাধ্যমে মা-বাবার স্বপ্ন পূরণে এগিয়ে যেতে হবে- আশরাফুল মমিন খান

ষ্টাফ রিপোর্টার
সুশিক্ষা অর্জনের মাধ্যমে মা-বাবার স্বপ্ন
পূরণে এগিয়ে যেতে হবে- আশরাফুল মমিন খান

বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, শুধু জিপিএ-৫ অর্জনই লক্ষ্য নয় সুশিক্ষা অর্জনের মাধ্যমে মা-বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যেতে হবে সফলতার স্বর্ণশিখরে তাহলেই সন্তান হিসেবে নিজেদের পিতামাতার প্রতি এটিই হবে সবচেয়ে বড় সমর্পণ। তিনি আরো বলেন, সময়ের সঠিক ব্যবহারের দ্বারাই সফলতাকে ছোঁয়া সম্ভব তাই ইন্টারনেটের অপব্যবহার বন্ধ করে জ্ঞানের আলোয় নিজেকে বিকশিত করতে প্রতিযোগিতার এই যুগে সকল পরিবেশের জন্যে নিজেকে প্রস্তুত করতে হবে।

সোমবার দুপুরে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ বগুড়ার এসএসসি ২০২১ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: আল মামুন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিন, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী আলতাফ হোসেন। এছাড়াও পরীক্ষা সম্পর্কিত সার্বিক দিক-নির্দেশনা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক (জীববিজ্ঞান) এ কে এম আনোয়ারুল হক এবং মাধ্যমিক শিক্ষাজীবনের বিদায়বেলায় শিক্ষার্থীদের মাঝে তাদের অনুভূতি ব্যক্ত করেন মনিরুল ইসলাম নীরব ও ফারিয়া জাহান মীম। প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও একাডেমিক ইনচার্জ মো. শাহজাহান আলী সরদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ডলি, বগুড়া মহিলা কলেজের অধ্যক্ষ মোকাব্বর হোসেন ও সহকারী প্রকৌশলী সামছুল ইসলাম। আলোচনা পরবর্তী অতিথিবৃন্দ সকল পরীক্ষার্থীদের হাতে তাদের প্রবেশপত্র তুলে দেওয়ার পাশাপাশি মডেল টেস্ট পরীক্ষায় ভাল ফলাফল অর্জনকারীদের মাঝে পুরস্কারও বিতরণ করেন। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। আসন্ন এসএসসি পরীক্ষা কে সামনে রেখে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আল মামুন সরদারের সাথে কথা বললে তিনি জানান, বগুড়া জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে তাদের প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। এছাড়াও শিক্ষার্থীদের পাঠদানে তারা সর্বদাই নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে প্রয়াস করে থাকেন। প্রতিবছর ভাল ফলাফল অর্জনের ধারাবাহিকতায় তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এইবারও ভাল ফলাফল বয়ে আনবে মর্মে তিনি দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে