প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২১ ২৩:২১
নন্দীগ্রামে নবান্নের শস্য কর্তনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
.jpg)
বগুড়ার নন্দীগ্রামে নবান্নের শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৯ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলার ঢাকইর মাঠে নবান্নের শস্য কর্তন উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জিয়াউল হক। এ সময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নজরল ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তা শাহারুল ইসলাম প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন