প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১ ১৫:১০

ঝিনাইদহে নৌকা-বিদ্রোহী সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

অনলাইন ডেস্ক
ঝিনাইদহে নৌকা-বিদ্রোহী সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের মহেশপুরে ভোটারদের কেন্দ্রে আসতে বাধাসহ প্রভাব বিস্তার নিয়ে নৌকা ও বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোটগ্রহণের কিছু পর উপজেলার সীমান্তবর্তী মুন্ডুমালা যুব কৃষি ক্লাব কেন্দ্রে এ ঘটনা ঘটে। কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উভয়পক্ষ ইটপাটকেল ছুড়ে একে অপরকে বাধা দেওয়ার চেষ্টা করে। এসময় কয়েকজন আহত হয়। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ভোটার সাদিকুর রহমান জানান, হঠাৎ করে নৌকার প্রার্থী কেন্দ্রে আসলে কিছু মানুষ জাল ভোট দিতে শুরু করে। এসময় বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা বাধা দিলে মারামারি শুরু হয়। এসময় পাশে থাকা ভাটার ইট নিয়ে ছোড়াছুড়ি শুরু হয়। পরে পুলিশ ও বিজিবি তাদের ছত্রভঙ্গ করে।

বিদ্রোহী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের নাজমুল হাসান বলেন, নৌকার সমর্থকরা ভোটারদের কেন্দ্রে আসতে দিচ্ছে না। গাড়ি নিয়ে সেজিয়া কেন্দ্রে আসলে আমার উপরও হামলার চেষ্টা করে। আবার ওই প্রার্থী মুন্ডুমালা কেন্দ্রে গিয়ে নিজের প্রতীকে সিল মারে। বাধা দিলে আমাদের উপর হামলা করে।

নৌকা প্রতীকের প্রার্থী সামছুল আলম মৃধা জানান, সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ চলছে। কোথাও সমস্যা নেই। বিদ্রোহী প্রার্থী মিথ্যা অভিযোগ করছে। কাউকেই বাধা দেওয়া হচ্ছে না।

মুনন্ডুমালা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জহুরুল ইসলাম জানান, কেন্দ্রে কোনো সমস্যা হয়নি। তবে বাইরে ঝামেলা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে