প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১ ২২:০৯

ধুনটে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত হচ্ছে ১১টি ‘বীর নিবাস’

ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ধুনটে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত
হচ্ছে ১১টি ‘বীর নিবাস’

বগুড়ার ধুনট উপজেলায় সরকারি অর্থায়নে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত হচ্ছে ১১টি ‘বীর নিবাস’। বুধবার বিকেলে এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলমের ‘বীর নিবাস’ নির্মান কাজের উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, সহকারী কমিশনার (ভূমি) বরকত উল্লাহ, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, রেজাউল করিম দুলাল প্রমূখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে