প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১ ২২:২২

বগুড়ায় বিএনপি নেতা শাহীন হত্যা মামলায় আমিনুল কারাগারে

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় বিএনপি নেতা শাহীন হত্যা মামলায় আমিনুল কারাগারে

বগুড়ায় বিএনপি নেতা ও পরিবহন ব্যবসায়ী অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলার প্রধান আসামি কাউন্সিলর আমিনুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার বিকেলে দিকে তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক রবিউল আলম। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জি।   

সুব্রত ব্যানার্জি জানান, শাহীন হত্যা মামলার প্রধান আসামি বগুড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম হাইকোর্টের জামিনে ছিলেন। মামলার চার্জশিট আদালত আমলে নেওয়ায় বুধবার  নিম্ন আদালতে হাজিরা নির্ধারণ হয়। সেখানে জামিনের জন্য আবেদন জানালে আদালত তা না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 
এর আগে ২০১৯ সালের  ১৪ এপ্রিল বাংলা নববর্ষে রাত সাড়ে ১০টার দিকে শহরের নিশিন্দারা উপশহরে দুবৃর্ত্তরা পরিবহন ব্যবসায়ী ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম শাহীনকে ছুরিকাঘাতে হত্যা করে। নিহতের স্ত্রী আকতারা জাহান শিল্পী সদর থানায় আমিনুল ইসলামসহ ৬ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে