প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১ ২২:০৮

নামুজা-বুড়িগঞ্জ প্রেসক্লাবে পুনরায় ভোট গণনার দাবীতে সংবাদ সম্মেলন

নামুজা (বগুড়া) প্রতিনিধি
নামুজা-বুড়িগঞ্জ প্রেসক্লাবে পুনরায়
 ভোট গণনার দাবীতে সংবাদ সম্মেলন

বগুড়ার নামুজা-বুড়িগঞ্জ প্রেসক্লাবে মেম্বার পদে পুনরায় ভোট গণনার দাবীতে সংবাদ সম্মেলন গতকাল শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউপির উত্তর ছাতড়া গ্রামের মৃত সাখায়াত হোসেনের পুত্র উজ্জল হোসেন ডলার লিখিত বক্তব্যে বলেন, ১১ নভেম্বর’২১ তারিখে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আমি ৬নং বুড়িগঞ্জ ইউপির ০১ ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী ছিলাম আমার প্রতিক তালা মার্কা। ছাতড়া পীরে আজুজ কাসীমিয়া এবতেদায়ী মাদ্রাসায় আমার ভোট কেন্দ্র। উক্ত কেন্দ্রে আমার তালা মার্কা প্রাপ্ত ভোট ৫৪১। এই কেন্দ্রে গণনার সময় ১১৫টি ভোট বাতিল দেখানো হয়েছে। প্রতিদ্বন্দী আপেল প্রতিক মার্কা ভোট পেয়েছে ৫৪৫। ফলাফল প্রকাশে দায়িত্বপ্রাপ্ত প্রিজেটিং অফিসার সময় ক্ষেপন করায় আমার সমর্থক ও আমার মধ্যে ফলাফল নিয়ে সন্দেহ হয়। এসময় আমি ওই কেন্দ্রের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সংশি¬ষ্ট কর্তৃপক্ষকে মৌখিকভাবে অভিযোগ করেও পুনরায় ভোট গণনা করতে ব্যর্থ হয়েছি। আমার ভোট পুনরায় গণনার জন্য সংশি¬ষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছি। তিনি আরোও বলেন পুনরায় ভোট গণনা করা হলে ফলাফল আমার পক্ষে আসবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে