প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২১ ২২:২৩

নন্দীগ্রামে বাধা কপি চাষ করে লাখ টাকার স্বপ্ন দেখছেন কৃষক জামিল

ফজলুর রহমানঃ
নন্দীগ্রামে বাধা কপি চাষ করে লাখ টাকার স্বপ্ন দেখছেন কৃষক জামিল

বগুড়ার নন্দীগ্রামে বাধাকপি চাষ করে লক্ষ টাকার স্বপ্ন দেখছেন কৃষক জামিল। বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা বাদলাষন গ্রামের  আলহাজ¦ আবুল হোসেনের ছেলে জামিল হোসেন তার নিজস্ব ৬ বিঘা জমিতে  নরেশ জাতের বাধা কপি চাষ করে লক্ষ টাকার স্বপ্ন দেখছেন । কৃষক জামিল উদ্দিন এই প্রতিনিধিকে জানান, আমি বগুড়া জেলার শাজাহানপুর থানার শাহনগর এলাকার নজরুল ইসলামের কৃষি নার্সারী থেকে ৮শ টাকা হাজার চারা কিনে ৬বিঘা জমিতে সর্বমোট ৩ হাজার ৬শ টি চারা রোপন করি। ্এবং লাগানো থেকে শুরু করে এপ্রর্যন্ত আমার প্রতি বিঘায় চারা, সার, জমি চাষ ও মজুরী বাবদ প্রায় ৩০ হাজার টাকা করে খরচ হয়েছে। ৬বিঘা জমিতে আমার সর্বমোট ১লক্ষ৮০ হাজার টাকা খরচ হয়েছে। তিনি আরো বলেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্য কপি তুলে বাজারে বিক্রি করতে পারবো এবং আমি আশা করছি বাজারে দাম ভালো পেলে ৬ বিঘা জমি থেকে আমি ৬/৭ লক্ষ টাকার নরেশ জাতের বাধা কপি বিক্রি করতে পারবো। উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মো: শাহাদাত হোসেন বলেন, আমি চাষি মো: জামিল উদ্দিনের কপি জমিতে নিয়মিত পরিদর্শন করি এবং তাকে বিভিন্ন পরামর্শ প্রদান করে আসছি। এ বিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন,  মো: জামিল উদ্দিন একজন সফল কৃষক তিনি ৬ বিঘা জমিতে নরেশ জাতের বাধা কপি চাষ করেছে কৃষি অফিস থেকে তাকে সহযোগীতা করা হয়েছে এবং তিনি ১৫/২০ দিনের মধ্য কপি তুলে বাজারে বিক্রয় করে লক্ষ লক টাকা লাভবান হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে