প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২১ ২০:৫২

পুলিশ ও গণমাধ্যমকর্মী সকলের সন্মিলিত প্রচেষ্টায় নিরাপদ বগুড়া গড়ে তোলা হবে- পুলিশ সুপার বগুড়া

ষ্টাফ রিপোর্টার
পুলিশ ও গণমাধ্যমকর্মী সকলের সন্মিলিত প্রচেষ্টায়
নিরাপদ বগুড়া গড়ে তোলা হবে- পুলিশ সুপার বগুড়া

 বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম-সেবা বলেছেন, পুলিশ ও গণমাধ্যমকর্মী সকলের সন্মিলিত প্রচেষ্টায় নিরাপদ ও শান্তিপূর্ণ শহর হিসেবে বগুড়াকে গড়ে তোলা হবে। তিনি বলেন সমাজের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম কিন্তু অপসাংবাদিকতা এবং বর্তমান সময়ে সাংবাদিকতার মতো পবিত্র পেশাকে যারা কলংকিত করার প্রয়াস করে যাচ্ছে সেই ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

শনিবার দুপুরে বগুড়া শহরের জলেশ্বরীতলা হোটেল বার-বি-কিউ তে মোহনা টিভি দর্শক ফোরাম বগুড়া জেলার আয়োজনে মোহনা টেলিভিশনের ১যুগ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। বগুড়া টেলিভিশন রিপোর্টাস ইউনিটি’র সভাপতি জি.এম সজল এর সভাপতিত্বে এবং মোহনা টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি আতিক রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক চাঁদনী বাজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক সুমনা রায় এবং বগুড়া টেলিভিশন রিপোর্টাস ইউনিটি’র সাধারণ সম্পাদক মেহেরুল সুজন। দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায়ের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৈনিক বগুড়ার বার্তা সম্পাদক বাদল চৌধুরী, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার রাকিব জুয়েল, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আবু সাঈদ, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি ফরহাদুজ্জামান শাহী, বগুড়া ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মমিনুর রশিদ শাহিন এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম, রাজাবাজার আড়ৎদার ও সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এবং জার্নালবিডি২৪.কম এর প্রকাশক পরিমল প্রসাদ রাজ, বিজয় টিভির বগুড়া জেলা প্রতিনিধি তানজিজুল ইসলাম স্বরণ, বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রুমানা আজিজ রিংকি, যুব মহিলা লীগের মাকসুদা মলি এবং জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে এসময় আরো উপস্থিত ছিলেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা: শফিক আমিন কাজল, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু ও কোষাধ্যক্ষ কমলেশ মহন্ত শানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক গনেশ দাস, দৈনিক জয়যুগান্তর পত্রিকার বার্তা সম্পাদক খোরশেদ আলম, একাত্তর টিভির মো: শাহজাহান আলী, দৈনিক চাঁদনী বাজারের স্টাফ ফটো-সাংবাদিক সাবু ইসলাম, পুন্ড্রকথার হেড অফ নিউজ অরুপ রতন শীল, জয়যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আশাফুদ্দৌলা নিয়ন ও আব্দুল আওয়াল, জেলা ক্যামেরা পার্সন এসোসিয়েশনের পক্ষে সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, এটিএন নিউজের ক্যামেরাপার্সন শফিকুল ইসলাম, মুক্তার হোসেন, মোহনা টিভির ক্যামেরাপার্সন মনির হাসান, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল দাস, ফটোসাংবাদিক সজল শেখ, বার-বি-কিউ রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী আব্দুল বাসেদ, জাগো বগুড়ার পক্ষে ওয়াফিক শিপলু ও হাসিবুল ইসলাম আরিফসহ বগুড়ার বিভিন্ন পুলিশ ফাঁড়ির ইনচার্জবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। যুগপূর্তি অনুষ্ঠানের আলোচনা পরবর্তী মোহনা টেলিভিশনের বগুড়া জেলা প্রতিনিধি কে অতিথিবৃন্দসহ সকলে ফুলেল শুভেচ্ছা জানায় এবং শেষে কেক কর্তনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে