প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১ ১৮:১০

দুপচাঁচিয়ায় দুই নারী চোর গ্রেপ্তার ॥ চুরি যাওয়া টাকা উদ্ধার

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় দুই নারী চোর গ্রেপ্তার ॥ চুরি যাওয়া টাকা উদ্ধার

বগুড়ার দুপচাঁচিয়ায় টাকা চুরির অভিযোগে দুই নারী চোরকে গ্রেপ্তার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। গত ১৪নভেম্বর রোববার সকালে তাদেরকে উপজেলার বাজারদীঘি এলাকা থেকে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ গ্রামের তানিয়া খাতুন(২১) ও নওগাঁ জেলার রানীনগর উপজেলার ভান্ডাগ্রামের জাকিয়া খাতুন(৩০) কে আটক করে থানায় নিয়ে আসে। 
থানার মামলা সূত্রে জানা যায়, গত ১৪নভেম্বর রোববার সকালে দুপচাঁচিয়া উপজেলার তালুচ গ্রামের নাছিমা খাতুন ১লাখ, কাশিয়াকুড়ি বিন্নাই গ্রামের রাজিয়া সুলতানা ১৭হাজার ও পাল্লাপাড়া গ্রামের সুমাইয়া খাতুন ১৪হাজার টাকা  ইসলামী বাংক বাংলাদেশ লিঃ দুপচাঁচিয়া শাখা হতে উত্তোলন করে ব্যাংকের নিচের মার্কেটে  কেনা-কাটা করার সময় উল্লেখিত দুই নারী চোর অভিনব কৌশলে তাদের ভ্যানেটি ব্যাগে রক্ষিত টাকা চুরি করে। টাকা চুরির বিষয়টি তারা টের পেলে ওই মার্কেট এলাকায় সন্দেহজনক নারী চোরদের সনাক্ত করে থানায় খবর দেয়। থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিটটিমদের বর্ণনা অনুযায়ী  অভিযান চালিয়ে বাজারদীঘি এলাকা থেকে দুই নারীকে আটক করে এবং তাদের দুইজনের ব্যাগে থাকা চুরি যাওয়া ১লাখ ৩১হাজার টাকা উদ্ধার করে থানায় নিয়ে আসেন। থানায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওই দুই নারী টাকা চুরির বিষয়টি স্বীকার করেন। পরে নারী চোরের বিরুদ্ধে নাছিমা খাতুন বাদী হয়ে একটি চুরি মামলা দায়ের করেন। 
থানার অফিসার ইনচার্জ হাসান আলী দুই নারী চোরকে গ্রেপ্তারেরর বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চুরি মামলা গ্রহন ও টাকা উদ্ধার করে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে