প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১ ১৮:১৪

রিকশা হারিয়ে দিশেহারা ফরিদসহ তিনজন পেলেন হুইপ স্বপনের উপহার

জয়পুরহাট ব্যুরো:
রিকশা হারিয়ে দিশেহারা ফরিদসহ তিনজন  পেলেন  হুইপ স্বপনের উপহার

জয়পুরহাট পৌর শহরের  রিকশা হারিয়ে দিশেহারা ফরিদ হুইপ স্বপনের উপহার হিসেবে পেলন নগদ ৫০ হাজার টাকা । দুইজন হত দরিদ্র পান অটোভ্যান।হুইপ স্বপনের পক্ষে রবিবার বিকালে   তিনজনের হাতে এই সব নগদ অর্থ  অটোভ্যান তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা  আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট। 

জানা যায়,জয়পুরহাট পৌর শহরের নতুনহাট মহল্লার রিকশা চালক   ফরিদ হোসোন এনজিও থেকে ঋণ নিয়ে একটা অটোরিকশা কিনেন। গত ৪ নভেম্বর দুপুরে পৌর শহরের জিরো পয়েন্টে রিকশা রেখে যাত্রীর সঙ্গে ভাড়া নিতে যান। এসে দেখে তার রিকশা নেই। পরে অনেক খুঁজাখুঁজির পরও অটোরিকশাটি পাওয়া যায়নি। রিকশা চুরির ঘটনা নিয়ে  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন এক যুবক মুহুর্তে তা ভাইরাল হয়ে যায়। 
ফেসবুকে  ঘটনাটি  জেনে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ফরিদ হোসেনকে  নতুন রিকশা কিনে দেওয়ার আশ্বাস দেন। সঙ্গে আরও দুজনকে অটোভ্যান কিনে দেওয়ার জন্য টাকা দেন।
এই সব নগদ অর্থ অটোভ্যান তুলে দেওয়ার সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম হাক্কানী, যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌরসভার মেয়র মো¯তাফিজুর রহমান মোস্তাক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোস্তাইন কবির তুহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ ই এম মাসুদ রেজা, জয়পুরহাট সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক  জহুরুল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে