প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২১ ২৩:০৩
শেরপুরে ঝোপ থেকে পাইপগান উদ্ধার
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে মহাসড়কের পাশে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি পাইপগান উদ্ধার করেছে সিরাজঞ্জের র্যাব সদস্যরা। রোববার (১৪নভেম্বর) এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরে অস্ত্রটি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। থানা-পুলিশ সুত্রে জানা গেছে, শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ভবানীপুর ইউনিয়ন এলাকায় মোমিন ফিলিং ষ্টেশনের পূর্ব পাশের্^ ঝোপের মধ্যে পরিত্যক্ত সঅবস্থায় আগ্নেআস্ত্রটি পড়ে ছিলো। যার দৈর্ঘ্য ১২ ইঞ্চি। পরে সিরাজগঞ্জ র্যাবের ডিএডি তোজাম্মেল হোসেন আগ্নেয়াস্ত্রটি শেরপুর থানা-পুলিশের নিকট হস্তান্তর করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি রাত সারে নয়টায় থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন