ভারত কখনই সীমান্তে প্রাণহানি চায় না

সীমান্তে হত্যাকান্ডকে বাংলাদেশ ও ভারতের জন্য দুঃখজনক বিষয় বলে উল্লেখ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি বলেছেন, ‘নিশ্চিতভাবে সীমান্তহত্যা উভয় দেশের জন্য দুঃখজনক এবং অপ্রত্যাশিত। ভারতীয় সীমান্তরক্ষীকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, যদি তাদের ওপর হামলার কোনো শঙ্কা না থাকে, তবে যেন সীমান্তে কোনো অবস্থাতেই গুলি না চালায়। আমরা কোনো দেশেই সীমান্ত হত্যা চাই না।’
গতকাল বেলা সাড়ে ১০টায় দিনাজপুর শহরে ভারতের দেওয়া অর্থে নির্মিত শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধন করার সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমরা চাই সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে কাজ করবে এবং সীমান্তে অনাকাক্সিক্ষত ঘটনা বা প্রাণহানি শূন্যে নেমে আসবে।’ তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ভারতের অকৃত্রিম বন্ধু।
মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ দেশের মাটি ও মানুষের সঙ্গে ভারতের আত্মার সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যেকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে ব্যবসা-বাণিজ্য, ক্রীড়া সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি করা হচ্ছে। দিনাজপুর শহরের রায়সাহেব বাড়িতে ভারতের দেওয়া ১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধন করে সুধী সমাবেশেও বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের সহসভাপতি মনোরঞ্জন শীল গোপাল, মন্দির কমিটির সদস্য চিত্ত ঘোষ, লোকনাথ মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী লোকনাথ মন্দির কমিটির সভাপতি সমর দাস। উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব ভাট্টি। অনুষ্ঠান পরিচালনা করেন সুব্রত মজুমদার ডলার। এরপর হাইকমিশনার দিনাজপুরের কান্তজীউ মন্দির পরিদর্শনে যান। এ সময় খানসামার রামকলা রামকৃষ্ণ সেবাশ্রমে ভারতীয় সরকারের অর্থায়নে নবনির্মিত অবকাঠামো যৌথভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী এমপি এবং ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন