প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১ ১৫:৪২
রসিক পরিদর্শনে ভারতের হাইকমিশনার
অনলাইন ডেস্ক

বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অনেক ভালো এবং এই সম্পর্ক ভবিষ্যতেও ভালো থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। মঙ্গলবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশন পরিদর্শন শেষে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ভারতের প্রয়োজনে বাংলাদেশও পাশে দাঁড়িয়েছিলো প্রকৃত বন্ধু হিসেবে। আলোচনা শেষে নগরবাসীর স্বাস্থ্য সেবা এগিয়ে নিতে তিনি ভারত সরকারের পক্ষে একটি অত্যাধুনিক এ্যাম্বুলেন্স উপহার দেন রংপুর সিটি কর্পোরেশন কে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন