প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১ ০০:২০

আগামী ১০ই ডিসেম্বর বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

সন্মেলনকে সামনে রেখে প্রস্তুতি সাধারণ সভা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার
আগামী ১০ই ডিসেম্বর বগুড়া জেলা পূজা
উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সন্মেলন

আসন্ন ১০ই ডিসেম্বর ২০২১ইং তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার দ্বি-বার্ষিক সন্মেলন। সন্মেলন কে সামনে রেখে শুক্রবার বিকেলে বগুড়া শহরের সাতমাথা টেম্পল রোডে অবস্থিত সনাতন মন্দিরে সন্মেলন প্রস্তুতি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি দিলীপ কুমার দেবের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সাগর কুমার রায়। সংগঠনটির জেলা শাখার কর্ণধার এই ২ নেতা তাদের বক্তব্যে বলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্মতিতে আগামী ১০ই ডিসেম্বর জেলা ও উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সন্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় তারা বলেন, প্রতিবারের ন্যায় এবারো অবাধ ও সুষ্ঠু সন্মেলন অনুষ্ঠিত হবে এবং দক্ষ নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান হবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন তারা। প্রদ্যুৎ কুমার চাকীর সঞ্চালনায় সভায় সন্মেলনকে সফল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন সুকুমার সাহা, প্রদীপ কুমার রায়, এ্যাড. বিজন সাহা, স্বপন চক্রবর্তী, ববিতা বর্মণ, নির্মলেন্দু রায়, চঞ্চলমোহন রায়, রাম নারায়ণ কানু, আনন্দ মোহন পাল, অসীম দাস, গোপাল তেওয়ারী, প্রভাত সাহা, বিলাসী রানী সরকার, তাপস কুমার নিয়োগী, নিমাই ঘোষ, পরিমল প্রসাদ রাজ, চন্দ্রশেখর রায়, কালাচাঁদ সাহা, আশীষ রায়, তাপস সরকার, গোবিন্দ ঘোষ, রিপন দত্ত, সাংবাদিক সঞ্জু রায়, শ্যামল দাস, দিলীপ গুপ্ত, অঞ্জন প্রাং, হাবলু দত্ত, সংগ্রাম কুন্ডু প্রমুখ। সভায় উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে বর্তমান জেলা কমিটির সভাপতি দিলীপ দেব এবং সাধারণ সম্পাদক সাগর কুমার রায় এর দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং সফলতার সাথে এই কমিটির দায়িত্ব পালনের জন্যে অভিনন্দন জ্ঞাপন করেন। এছাড়াও সভায় সন্মেলন কে সামনে রেখে প্রস্তুতির লক্ষ্যে সুকমার সাহা কে আহ্বায়ক এবং পরিমল প্রসাদ কে সদস্য সচিব করে ৭সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় যারা দ্রুততম সময়ে সন্মেলনের সার্বিক প্রস্তুতির লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করবেন।   

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে