প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১ ২৩:১৭

গাবতলীতে জমি জবর দখলের চেষ্টা ॥ থানায় অভিযোগ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি
গাবতলীতে জমি জবর দখলের
চেষ্টা ॥ থানায় অভিযোগ

বগুড়ার গাবতলীতে অবৈধভাবে আবাদীর জমির মালিকানা দাবী করে জমির মালিককে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি-ধামকি দেয়ার অভিযোগ এনে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। 
জানা গেছে, গাবতলী সদর ইউনিয়নের তরফসরতাজ পশ্চিমপাড়া গ্রামের মৃত গোলাম আলী সরকারের ছেলে আব্দুল কদ্দুস সরকার পৈত্রিকসূত্রে প্রাপ্ত হয়ে ১৭শতক জমি দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছেন। বর্তমানে ওই আবাদী জমিতে শরীষার আবাদ করা হয়েছে। কিন্তু একই গ্রামের কতিপয় ব্যক্তি ওই জমির অবৈধভাবে মালিকানা দাবী করে আব্দুল কদ্দুস সরকারকে মাঝেমধ্যে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি-ধামকি দিতে থাকে। এরই এক পর্যায়ে গত ১৭ই নভেম্বর বেলা ১১টায় আবাদকৃত ওই শরীষার জমিতে গিয়ে প্রতিপক্ষরা আইল কাটতে থাকে। এ সময় আব্দুল কদ্দুস সরকার ও তার ছেলে আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় গত ১৮ই নভেম্বর আব্দুল কদ্দুস সরকার বাদী হয়ে তরফসরতাজ পশ্চিমপাড়া গ্রামের মজনু সরকার, ফজলুল হক সরকার ও চাঁন মিয়া সরকারকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।   

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে