প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২১ ২২:২৭

দুপচাঁচিয়ায় অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

দুপচাঁচিয়ায় অভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২১-২২ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে দুপচাঁচিয়া খাদ্য গুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সংগ্রহ কমিটির সভাপতি মুহাঃ আবু তাহির এর সভাপতিত্বে এ ধান চাল সংগ্রহের ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, দুপচাঁচিয়া চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোবারক আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার প্রামানিক, দুপচাঁচিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্নেলিউস চিসিম, খাদ্য পরিদর্শক মোজাম্মেল হোসেন, সহকারী উপখাদ্য পরিদর্শক তমাল মিয়া প্রমুখ। এ উপজেলায় ২৭টাকা কেজি দরে বরাদ্দকৃত ৬’শ ২৮ মে.টন ধান লটারীর মাধ্যমে নির্বাচিত ২০৯জন কৃষকের কাছ থেকে এবং ৪০টাকা কেজি দরে বরাদ্দকৃত ৬হাজার ৫’শ ৭৬ মে.টন চাল ৪’শ ৫৬জন মিলারদের নিকট থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত দুপচাঁচিয়া ও তালোড়া খাদ্য গুদামে এ ধান চাল সংগ্রহ করা হবে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে