প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২১ ২২:০৮

শাজাহানপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

শাজাহানপুর বগুড়া প্রতিনিধি
শাজাহানপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বগুড়ার শাজাহানপুরের বেতগাড়ী লিচুতলায় দিন দুপুরে বসতবাড়িতে ঢুকে বেতগাড়ী ব্যবসায়ী ব্যবসায়ী বন্দর কমিটির সাধারণ সম্পাদক হোসেন আলীর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে গতকাল বুধবার সকালে বেতগাড়ী বাইপাস এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
স্থানীয় এলাকাবাসি ও বেতগাড়ী বাইপাস ব্যবসায়ী বন্দর কমিটির ব্যানারে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শ্রমিক লীগ নেতা শাজাহান আলী। মাববন্ধন চলাকালে বাহালুল ইসলাম মানিকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুল গফুর মন্ডল, খান হামিদ, মিজানুর রহমান, আব্দুস সালাম প্রমুখ। বক্তাগণ বলেন, দিন দুপুরে হোসেন আলীর বসতবাড়িতে ঢুকে যে নৃশংস হামলা চালানো হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। অবিলম্বে দায়ি ব্যক্তিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি দেয়া হোক। অন্যথায় সন্ত্রাসীদের এই তান্ডব আরও ভয়াবহ আকার নিবে। সমাজের শান্তি প্রিয় মানুষের নিরাপত্তা বলে কিছু থাকবেনা। প্রতিবাদ কর্মসূচিতে বেতগাড়ী ও লিচুতলা এলাকার কয়েক শ’ নারী-পুরুষ, যুবক-তরুণরা অংশ নেয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাই

 

 

উপরে