প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১ ২৩:২০

ধুনটে নৌকা না পেয়ে জামাইকে ভোটে দাঁড় করিয়েছেন আ’লীগ সভাপতি

ধুনট বগুড়া প্রতিনিধি
ধুনটে নৌকা না পেয়ে জামাইকে ভোটে 
দাঁড় করিয়েছেন আ’লীগ সভাপতি

বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক না পেয়ে ক্ষুদ্ধ হয়ে আওয়ামীলীগের সভাপতি নিজের মনোনয়নপত্র প্রত্যহার করলেও ভোটে দাঁড় করিয়ে দিয়েছেন তার জামাইকে। 

এদিকে জামাইয়ের পক্ষে ভোট চাওয়ায় এবং হয়রানীর অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন চিকাশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীনত প্রার্থী বর্তমান চেয়ারম্যান নাজমুল কাদির শিপন।

বৃহস্পতিবার বিকেলে বগুড়া প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নাজমুল কাদির শিপন।     
  
লিখিত সংবাদ সংম্মেলনে তিনি বলেন, ২০১৬ সালে বগুড়া জেলার ধুনট উপজেলার ৩নং চিকাশী ইউনিয়নের নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোটে জনগন আমাকে নির্বাচিত করেছিল। নির্বাচিত হওয়ার পর থেকেই অদ্যবধি মানুষের কল্যানে কাজ করছি, তারই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা আমাকে পুনরায় নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেছেন। নৌকার বিজয় সুনিশ্চিত জেনে চিকাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলেফ বাদশাহ্ সহ প্রভাবশালী মহল চক্রান্তে লিপ্ত রয়েছে। তারা নৌকার বিজয় ঠেকাতে উঠেপড়ে লেগেছে।

তিনি আরো বলেন, ২৮ নভেম্বরের ইউপি নির্বাচনে চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি মনোনয়ন বঞ্চিত হয়ে একের পর এক চক্রান্ত করছেন। তার জামাই আরিফুর রহমানকে (ঘোড়া প্রতিক) স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিয়ে তার পক্ষে আলেফ বাদশা কাজ করছেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে