প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২১ ২৩:৩৪

বগুড়া বার সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুক্রবার

ষ্টাফ রিপোর্টার
বগুড়া বার সমিতির নির্বাচনের 
ভোট গ্রহণ শুক্রবার

বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনের শুক্রবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে তিনটি প্যানেল থেকে ১৩ টি পদের জন্য ৩২ জন লড়াই করছেন। শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমিতির ৭৭৮ সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

২০২২ সালের কার্যকরী কমিটির জন্য লড়াইকারি ৩টি প্যানেল হলো বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও মহাজোট মনোনিত মতিন- রোমান পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনিত মাহবুবর- বাছেদ পরিষদ এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনিত ৬টি পদে পল্টু-ববি পরিষদ। 
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনিত মতিন- রোমান পরিষদের প্রার্থীরা হলেন সভাপতি পদে আব্দুল মতিন, সহ-সভাপতির (২টি পদে) হাবিবুর রহমান (৩) ও মাহবুবর রহমান ফারুক, সাধারণ সম্পাদক পদে এএইচএম গোলাম রব্বানী খান রোমান, যুগ্ম সম্পাদক পদে লিমন সরকার ও রিয়াজুল জান্নাত প্রিন্স, লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে আজিজুল হক ফিরোজ, ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সৈয়দ সাদী মোহাম্মদ এবং কার্যকরি সদস্য এর ৫টি পদে সঞ্জয় কুমার ঘোষ, নজরুল ইসলাম বাবলু, রাজেক আহম্মেদ রাজু, বাসুদেব কুন্ডু ও নূরে জান্নাত (রূপা)।
গণতান্ত্রিক আইনজীবী সমিতির মনোনিত ৬টি পদে পল্টু-ববি পরিষদ থেকে সভাপতি পদে এএফএম সাইফুল ইসলাম পল্টু, সহ-সভাপতির ২টি পদে লিয়াকত আলী সরদার ও নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে আব্দুল লতিফ পশারী (ববি), যুগ্ম সম্পাদক পদে রাশেদুর রহমান (মরিস) ও শেখ হাবিবুল হাসান ড্রেক।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনিত মাহবুবর-বাছেদ পরিষদ থেকে সভাপতি পদে একেএম মাহবুবর রহমান, সহ-সভাপতির ২টি পদে আজবাহার আলী ও সাখাওয়াৎ হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক পদে আব্দুল বাছেদ, যুগ্ম সাধারণ সম্পাদকের ২টি পদে আতিকুল মাহবুব সালাম ও এনামুল হক পান্না, লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে উজ্জ্বল হোসেন, ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে গোলাম মোস্তাফা (মজনু) এবং কার্যকরি সদস্যের ৫টি পদে শিপন খাতুন, মিজানুর রহমান, নূর-ই-আযম আবু রায়হান ও আব্দুস সালাম।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে