প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২১ ১৪:৫৮

ভাসানচরে পালানোর সময় ২৩ রোহিঙ্গা আটক

অনলাইন ডেস্ক
ভাসানচরে পালানোর সময় ২৩ রোহিঙ্গা আটক

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় ২৩ রোহিঙ্গাকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৬ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে আট পুরুষ, ছয় নারী ও ১০ শিশুকে আটক করা হয়।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের ক্যাম্প ইনচার্জ (আর আর আরসি) নওশের ইবনে হালিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে আটক রোহিঙ্গাদের স্ব স্ব ক্লাস্টারের মাঝিদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

ভাসানচর থানার উপপরিদর্শক (এসআই) অরুণ মিত্র জানান, আটককৃত প্রাপ্তবয়স্ক ১৩ জনকে পাঁচ হাজার টাকা করে জামানতের মুছলেকায় ক্লাস্টারে ফেরত দেওয়া হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে