প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২১ ১৫:৪৮

ভোট দিয়ে কেন্দ্রেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধা

অনলাইন ডেস্ক
ভোট দিয়ে কেন্দ্রেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বৃদ্ধা

ময়মনসিংহের ত্রিশালে ভোট দিয়ে কেন্দ্রেই ঢলে পড়ে নূরজাহান বেগম নামে (৮০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রোববার (২৮ নভেম্বর) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের সাউথকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। মৃত নূরজাহান বেগম সাউথকান্দা গ্রামের মৃত একাব্বর আলীর স্ত্রী।

স্থানীয় ভোটাররা জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে কেন্দ্রে ভোট দিতে যান নূরজাহান বেগম। ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় হঠাৎ ঢলে পড়েন তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে বৃদ্ধার ভাতিজা জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নূরুল আমীন কালাম বলেন, এবারের ভোট নিয়ে উৎকণ্ঠায় ছিলেন চাচি। ভোটকেন্দ্রে ভোট দিয়ে বের হওয়ার সময় হঠাৎ ঢলে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ এখন বাড়িতে আছে।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। তবে কেউ বিষয়টি থানায় জানায়নি।

তৃতীয় দফায় ময়মনসিংহের তিনটি উপজেলার ত্রিশাল, মুক্তাগাছা ও সদরের ২৭টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে