প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২১ ২৩:২৭

দুপচাঁচিয়ায় পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসীল ঘোষণা করা হয়েছে। গত ২৭নভেম্বর শনিবার বাংলাদেশ নির্বাচন কমিশন ৫ম ধাপের এ তফসীল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ০৭ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ, ৯ডিসেম্বর যাচাই-বাছাই, ১৫ডিসেম্বর প্রত্যাহার, ১৭ডিসেম্বর প্রতীক বরাদ্দ ও ৫জানুয়ারি ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে জিয়ানগর, চামরুল, দুপচাঁচিয়া সদর, গুনাহার ও গোবিন্দপুর ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মেয়াদ শেষ হওয়ার কারণে ইতিমধ্যেই তালোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। 
এবার জিয়ানগর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৭হাজার ৩’শ ৬৫জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮হাজার ৭’শ ১৯ ও মহিলা ভোটার ৮হাজার ৬’শ ৪৬, চামরুল ইউনিয়নের মোট ভোটার ২৩হাজার ২’শ ১২জন এর মধ্যে পুরুষ ভোটার ১১হাজার ৬’শ ৩৬ ও মহিলা ভোটার ১১হাজার ৫’শ ৭৬, দুপচাঁচিয়া সদর ইউনিয়নে মোট ভোটার ১৫হাজার ৩’শ ৬৪ জন এর মধ্যে পুরুষ ভোটার ৭হাজার ৬’শ ১০জন ও মহিলা ভোটার ৭হাজার ৭’শ ৫৪জন, গুনাহার ইউনিয়নে মোট ভোটার ২২হাজার ৫’শ ৫২জন এর মধ্যে পুরুষ ভোটার ১১হাজার ২’শ ৭৭ ও মহিলা ভোটার ১১হাজার ২’শ ৭৫ এবং গোবিন্দপুর ইউনিয়নে মোট ভোটার ২৬হাজার ৬’শ ২১জন এর মধ্যে পুরুষ ভোটার ১৩হাজার ২’শ ৯৪ ও মহিলা  ভোটার ১৩হাজার ৩’শ ২৭জন। 
দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা খাতুন জানান, নির্বাচন কমিশন কর্তৃক ৫ম ধাপের ইউপি নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে এর মধ্যে দুপচাঁচিয়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে