বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রফিক ভূঁইয়ার স্মরণ সভা
-29.11_.2021_.jpg)
বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মরহুম রফিক উল্ল্যা ভূঁইয়ার ১০তম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় বগুড়া শহরের জেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু। স্মরণ সভা ও দোয়া মাহফিল উপ কমিটির আহবায়ক আওয়ামী লীগ নেতা এস এম শাহজাহান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা নাসরিন আক্তার সীমা, উপ প্রচার সম্পাদক মাহফুজুল ইসলাম ভূঁইয়া রুমেন, নির্বাহী সদস্য গৌতম কুমার দাস, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবাইদুল হাসান ববি, মহিলা আওয়ামী লীগের সভাপতি হেফাজত আরা মিরা, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দাল লিটন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মন্ডল সজল, সাবেক জেলা কৃষক লীগ সভাপতি মনসুর রহমান মুন্নু, আওয়ামী লীগ নেতা কামাল কবিরাজ, কাহালু থিয়েটারের সভাপতি আব্দুল হান্নান। সভায় মরহুমের পরিবার থেকে মনিরুল ইসলাম ভূঁইয়া রাজু, মরহুমের ভাই মো: আলহাজ¦ বসির উল্ল্যা ভূঁইয়া।
মরহুম রফিক উল্ল্যা ভূঁইয়া ১৯৫৭ সালে বগুড়ায় তরুণ যুবক হিসেবে আওয়ামী লীগের রাজনীতিরি সাথে জড়িত হন। বগুড়া শহরে আওয়ামী লীগকে শক্তিশালী করতে নানা ক্ষেত্রে ভূমিকা রাখেন। তিনি জীবীতকালে নন্দন শিল্পী গোষ্ঠি, চকলোকমানে উল্কা ক্লাব, বেতগাড়ীতে যুব সংঘ, নিয়ে কাজ করেছেন। রিক্সা শ্রমিকদের ঐক্যবদ্ধ করেছেন। বগুড়া শহর আওয়ামী লীগের সদস্য ও সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং আমৃত্যু তিনি একই পদে দায়িত্ব পালন করেছেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন