প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১ ২১:২২
ধুনটে প্রথম নারী ইউপি চেয়ারম্যান হলেন সোনিতা নাসরিন
ধুনট বগুড়া প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সোনিতা নাসরিন (নৌকা) প্রথম নারী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বি ৬ জন প্রার্থীকে পরাজিত করে তিনি ধুনটের প্রথম নারী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।
তার প্রাপ্ত ভোট ছিল ৬ হাজার ১৮৫টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন (অটো রিকসা) পেয়েছেন ৪ হাজার ৫৮২ ভোট।
সোনিতা নাসরিন ধুনট উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং নিমগাছী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপনের স্ত্রী।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন