প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১ ২১:২৬

নন্দীগ্রামে মাঠভরা হলুদ সরিষা ফুলের সমাহার

ফজলুর রহমান.
নন্দীগ্রামে মাঠভরা হলুদ সরিষা ফুলের  সমাহার

বগুড়ার নন্দীগ্রাম গোটা উপজেলায় এবার সরিষার ব্যাপক চাষ হয়েছে যার কারনে ফুলে ফুলে ভরে উঠেছে বিভিন্ন্ এলাকার মাঠ। হলুদ ফুলে ভরা  মাঠে ভ্রমর পাখা মেলেছে। ভ্রমরের গুঞ্জনে কৃষকের মন আনন্দে দোল খাচ্ছে। মধু আহরণে মৌমাছিরাও মেতে উঠেছে। আবার যেন ফসলের মাঠ হলুদের সাজে সেজেছে। উপজেলার গ্রাম-গ্রামান্তরে ফসলের মাঠ ভরে উঠেছে সরিষার আবাদে। মাঠজুড়ে এখন সরিষার হলুদ ফুলের সমাহার। এ বছর আবহাওয়া ভাল ও রোগ বালাই কম হওয়াই ভাল ফলন প্রাপ্তির আশা কৃষকদের। সরিষা চাষের জন্য উপযুক্ত সময় অগ্রহায়ন মাস। মাঘ মাসের শেষের দিকে ক্ষেত থেকে সরিষা তোলা শুরু হবে বলে কৃষক আব্দুল বাছেদ  জানান। বাঙালির রসনা বিলাসে সরিষার ব্যবহার শুরু হয়েছে বহুকাল আগে থেকেই। সরিষা ইলিশের কদর তো বাংলার ঘরে ঘরে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে হাজার ৪ হাজার ৫০০ হেক্টর। তবে লক্ষ্যমাত্রা ছেড়ে যাবে বলে মনে করছেন কৃষি বিভাগ। উপজেলার কাথম গ্রামের আব্দুল আলতাফ হোসেন , মেছের , রহিম , জানান, সরিষা কৃষকদের কাছে একটি গুরুত্বপূর্ণ ফসল। সরিষা আবাদে ঝুঁকি,খরচ ও পরিশ্রম কম। এপ্রসঙ্গে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আদনান বাবু  বলেন, গত বছরের তুলনায় এবারে এই উপজেলায় সরিষা আবাদ বেশি হয়েছে। এছাড়া সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছি। এদিকে সরিষা চাষীদের কৃষি অফিস থেকে  বীজ ও সার দেওয়া হয়েছে এবং সকল ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে