বগুড়ায় পরিমল প্রসাদের উদ্যোগে এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ

জার্নালবিডি২৪.কম এর প্রকাশক ও বিশিষ্ঠ ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজের ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার বিকেলে শহরের বৃন্দাবনপাড়া নুরুননাহার সামস্ উদ্দীন এতিমখানা হাফেজিয়া মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া ইয়ূথ ফোরামের সভাপতি ও দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, পত্রিকার স্টাফ ফটো সাংবাদিক সাবু ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী রিজু মোল্লা, ওম প্রসাদ, মাসুদ রানা প্রমুখ। প্রতি বছর সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্যে এই ধরণের উদ্যোগ নেয়া প্রসঙ্গে পরিমল প্রসাদ রাজ বলেন, মানুষ মানুষের জন্য। সমাজের সকলেরই উচিত তাদের সাধ্য অনুযায়ী মানুষের পাশে থাকা। ধর্ম, বর্ণ, নির্বিশেষে মানবতাকে সর্বদা স্মরণে রেখে সৃষ্টিকর্তা যতটুকু সামর্থ্য প্রদান করেছে সে অনুপাতে তিনি চেষ্টা করেন সকলের পাশে থাকার। পর্যায়ক্রমে শহরের বেশ কয়েকটি এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হবে বলেও জানান তিনি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন