প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২১ ০০:১৩

অবৈধ ইট-ভাটা বন্ধের দাবিতে নাগরিক কমিটর স্মারকলিপি প্রদান

ষ্টাফ রিপোর্টার
অবৈধ ইট-ভাটা বন্ধের দাবিতে নাগরিক কমিটর স্মারকলিপি প্রদান

গোবিন্দগঞ্জ উপজেলায় যত্রতত্র-মনুষ্য সৃষ্টি জীববৈচিত্র্য, আবাদি কৃষি জমি, গ্রামীণ রাস্তা ঘাট, স্বাস্থ্য ও পরিবেশ প্রকৃতি রক্ষায় অবৈধভাবে গড়ে উঠা ইট ভাটা বন্ধের দাবীতে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির স্মারকলিপি প্রদান করেছে। 
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় গাইবান্ধা জেলা প্রশাসক বরাবরেরও স্মারকলিপির অনুলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক জননেতা এম এ মতিন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন আকন্দ. জেএসডি গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি জননেতা আইয়ুব হোসেন সরকার, উপজেলা বাসদ আহ্বায়ক কমরেড রফিকুল ইসলাম রফিক, ওয়ার্কার্স পার্টির গোবিন্দগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক জননেতা লুৎফর রহমান, উপজেলা সিপিবি নেতা আল মামুন মোবারক, ভোক্তা মঞ্চের সভাপতি আলমগীর হোসেন, উপজেলা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খোকন আহমেদ, গোবিন্দগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উজ্জ্বল হক প্রধান, উপজেলা সেচ পাম্প মালিক সমিতির  আবুল কাসেম সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
স্মারকলিপিতে বলা হয়, ইটভাটার বিষাক্ত ও উত্তপ্ত গ্যাস কৃষকের ব্যাপক ফসলহানি, ভয়াবহ জনস্বাস্থ্য হানি, গ্রামীণ রাস্তা ঘাট ভাংচুর, স্কুল ঘেঁষে গড়ে উঠা ইট ভাটার কারনে কমলমতি শিক্ষার্থীদের ব্যাপক স্বাস্থ্যহানী সহ পরিবেশ প্রকৃতি রক্ষায় বৈধ কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বিহীন অবৈধভাবে  গড়ে উঠা এসব ইট ভাটা অবিলম্বে বন্ধ করতে হবে।
এক প্রশ্নের জবাবে গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক জননেতা এম এ মতিন মোল্লা বলেন প্রশাসন  আইন প্রয়োগ করলে অবৈধ এসব ইটভাটা চলতে পারে না। এসবতো লুকিয়ে কিংবা গোপনে নয়; একেবারে প্রকাশ্যে। প্রয়োজনে কঠোর আন্দোলন সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে