গোবিন্দগঞ্জের স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রী খাতিজা বেগমকে হত্যার দায়ে স্বামী মাইদুল ইসলাম মিঠুকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে গাইবান্ধা জেলা ও দায়রা জর্জ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাাপ্ত আসামী মাইদুল ইসলাম মিঠু গাইবান্ধা সদর উপজেলার নারায়নপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
দাম্পত্য কলহের জেরে গত ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি রাতে খাতিজাকে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী মাইদুল ইসলাম মিঠু। পরদিন সকালে বিছানার উপর গলায় ওরনা জড়ানো খাতিজার মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। ওই দিন নিহত খাতিজার বাবা আব্দুর রেজ্জাক বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী ও স্বাক্ষী প্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২০০৬ সালে মাইদুল ইসলামের সাথে খাদিজা আক্তারের বিয়ে হয়। দীর্ঘ ৯ বছর সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরে ২০১৫ সালে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের দুই বছর পর ২০১৭ সালে আবার তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তখন থেকেই মাইদুল ইসলাম গোবিন্দগঞ্জের ফুলহার গ্রামে ফুফা শ্বশুরবাড়িতে বসবাস করা শুরু করেন। শ্বশুরবাড়িতে থাকাকালীন প্রায়ই তাদের দাম্পত্য কলহ লেগে থাকত। একপর্যায়ে গত ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি রাতে মাইদুল খাদিজাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান।
রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করে জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স এ তথ্য নিশ্চিত করে জানান, এ মামলায় আসামি নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। তাই আদালত মাইদুল ইসলাম মিঠুকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ কার্যকর করা আদেশ দিয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন