প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২১ ০০:০৬

শাজাহানপুরে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন

শাজাহানপুর বগুড়া প্রতিনিধি
শাজাহানপুরে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে 
সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন

ষড়যন্ত্রমূলক মামলা প্রতিবাদে গতকাল শুক্রবার সকালে শাজাহানপুর উপজেলাধীন বেতগাড়ীস্থ নিজবাড়িতে সংবাদ সম্মেলন করেছেন বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খোরশেদ  আলম। আইন-শৃংখলা রক্ষার্থে পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিত করে তিনি তাৎক্ষণিক ভাবে এ সংবাদ সম্মেলন করেন। 
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেতগাড়ী এলাকায় গত ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবকদল নেতা ব্যবসায়ী হোসেন আলীর বাড়িতে গিয়ে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। হোসেন আলীর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত ও মারপিটে সে আহত হয়। আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে হোসেন আলীর উপর হামলায় জড়িতদের কঠোর শাস্তি দাবী করছি। হামলার ঘটনা নিয়ে যখন আমি সহ বেতগাড়ী এলাকাবাসী প্রতিবাদ মুখর হয়ে উঠি। এর কয়েকদিন পরেই ২২ নভেম্বর আমাকে এবং আমার ছেলেদেরকে সহ ১৪ ব্যক্তিকে আসামী করে শাজাহানপুর থানায় মামলা দায়ের হয়। মামলার বিষয়টি জানার পর এলাকাবসি নির্বাক ও হতভম্ব হয়ে পড়ে। ঘটনার বিষয়ে তীক্ষè দৃষ্টি রেখে জানতে পেরেছি বেতগাড়ী বাইপাস এলাকায় মাটি ভরাট কাজ নিয়ে একটি পক্ষের সাথে হোসেন আলীর বিরোধ হয়। পরবর্তীতে বিরোধ নিষ্পত্তি হয়। কিন্তু তারপরও ওই বিরোধের জের ধরেই নাকি তার উপর হামলার ঘটনা ঘটে। মামলা দায়েরের পর হামলার প্রতিবাদে বেতগাড়ী বাইপাস মোড়ে মানববন্ধন করে হোসেন আলীর পরিবার ও স্বজনেরা। সেই মানববন্ধনের ব্যানারে আমার ও আমার সন্তানদের ছবি ছাপিয়ে সামাজিক মর্যাদা ক্ষুন্ন করেছে। এমন অবস্থার প্রেক্ষিতেই গতকাল শুক্রবার সকালে শুভাকাঙ্খীদের সাথে বেতগাড়ী বাইপাস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেন সাবেক কাউন্সিলর খোরশেদ আলম। মানববন্ধনের খবর পেয়ে একই সময়ে ও একই স্থানে হোসেন আলীর পক্ষেও মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে এলাকায় মাইকিং করতে থাকে প্রতিপক্ষ। এমতাবস্থায় সহিংসতা এড়াতে মানববন্ধন কর্মসূচি স্থগিত করে তাৎক্ষণিক ভাবে সংবাদ সম্মেলন করেন খোরশেদ আলম। সংবাদ সম্মেলনে তিনি ষড়যন্ত্র মূলক মামলার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের শনাক্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। বর্তমানে খোরশেদ আলম আইনী প্রক্রিয়ায় জামিনে আছেন এবং তার সন্তানদের জামিনের জন্য আইনের আশ্রয় নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে