প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২১ ২৩:৫১

বগুড়ায় ৫দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় ৫দিন ব্যাপী
নারী উদ্যোক্তা মেলা শুরু

বগুড়ায় রবিবার থেকে শহরের শহীদ টিটু মিলনায়তন প্রাঙ্গণে শুরু হয়েছে ৫দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা। প্রতিবছরের ন্যায় উৎসবমুখর পরিবেশে নারী উদ্যোক্তাদের এই মিলনমেলায় এই বছর রয়েছে বাহারী সামগ্রীর ২১টি স্টল।

দ্য প্লানিং প্যারাডাইস্ এর আয়োজনে এবং ম্যাক্স মোটেল ও বগুড়া অনলাইন বিজনেস্ গ্রুপের সার্বিক সহযোগিতায় রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এসময় উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে যার দৃশ্যমান প্রভাব দেখা যায় তৃণমূল পর্যায়ে। বগুড়ায় পাড়া-মহল্লাতেও এখন নারীরা সাবলম্বী হয়ে উঠছে। শুধু তাই নয় ভার্চুয়াল জগতের বিস্তৃত প্লাটফর্ম ব্যবহার করে নারীরা আজ তাদের গুণে ঘরে বসেই হয়ে উঠছেন একজন সফল উদ্যোক্তা যা ইতিবাচক বাংলাদেশের দিনবদলের স্বপ্ন দেখায়। তাই নারীদের এমন উদ্যোক্তা মেলা আয়াজনের সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসনীয় এবং অনুপ্রেরণামূলক। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন মেলার সার্বিক ব্যবস্থাপনায় থাকা ম্যাক্স মোটেলের ব্যবস্থাপনা পরিচালক জি এম সাকলাইন বিটুল, দ্য প্লানিং প্যারাডাইস্ এর নির্বাহী প্রধান শওকত ইমরানসহ সাংবাদিক এবং নারী উদ্যোক্তারা। এই বছরের মেলায় বাহারী বাটিক, সিল্ক, কুশ এর কাজ করাসহ হাতের কাজে সৌন্দর্য ফুটিয়ে তোলা নানারঙ্গের শাড়ি, থ্রিপিস, নারীদের তৈরি শীতের পোষাক, বিভিন্ন ফ্লেভারের কেক, নানা ধরনের সুস্বাদু আচার, কসমেটিকস্ আইটেম, ঘর সাজানোর বাহারি সামগ্রী, ডিজাইন করা আয়না, খাবার এর স্টলসহ রয়েছে মোট ২১টি স্টল। সকাল ১০ টা থেকে শুরু হওয়া এই মেলা চলবে রাত ৯টা পর্যন্ত তাই নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণা এবং মেলার সার্বিক আয়োজন উপভোগ করতে সকলকে আয়োজক কমিটির পক্ষে সানন্দে আমন্ত্রণ জানিয়েছেন জি এম সাকলাইন বিটুল ও শওকত ইমরান।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে