প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২১ ২৩:০৪
নামুজায় নির্যাতিত প্রতিবন্ধীর পরিবারে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ দিলেন মান্নান আকন্দ
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

গতকাল মঙ্গলবার বিকালে বগুড়া সদরের নামুজা ইউপির ভান্ডারী পাড়া গ্রামে নির্যাতিত প্রতিবন্ধী সাবিনার পরিবারে বগুড়া ট্রাক মালিক সমিতির সভাপতি ও শুকরো এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটর আব্দুল মান্নান আকন্দ কর্তৃক প্রেরিত খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন শুকরো টিভির এডিটোর আব্দুল মমিন, ক্যামেরাম্যান জাকারিয়া ও অফিস সহকারি রিংক।
এসময় উপস্থিত ছিলেন নামুজা-বুড়িগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার নামুজা প্রতিনিধি আনোয়ার হোসেন, স্থানীয় মহিলা মেম্বার মোছাঃ মোর্শেদা বেগম।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন