প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২১ ২০:৫৩

দুপচাঁচিয়ায় মনোনয়নপত্র দাখিলের শেষদিন আ’লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় মনোনয়নপত্র দাখিলের শেষদিন আ’লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আগামী ৫জানুয়ারি দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শাহ মো. আব্দুল খালেক উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা খাতুনের নিকট গতকাল বৃহস্পতিবার সকালে মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, আ’লীগ নেতা এনামুল হক রানা, মোমিনুর রহমান তালুকদার পলাশ প্রমুখ। এছাড়াও সদর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল মান্নান খন্দকার উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়েশা খাতুনের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম সাহিদ, জাপা নেতা রেজাউল করিম বুলু, ইউনুছ আলী ফরিদ, হারেজ উদ্দিন খন্দকার, উপজেলা ছাত্রসমাজের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি বেলাল হোসেন। অপরদিকে এদিন সম্ভাব্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা নুর মোহাম্মাদ আবু তাহের উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ ওমর আলী, সেক্রেটারী আশরাফ উদ্দিন, সাবেক আমীর আব্দুল গনি মন্ডল, থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ প্রমুখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে