শেরপুরে গৃহহীদের জন্য গৃহ নির্মান প্রকল্পের উদ্বোধন

মুজিব শতবর্ষ উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য আশ্রয়ণ-২ গৃহ নির্মান প্রকল্প উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় উক্ত প্রকল্পের নির্মান কাজ উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।
বৃহস্পতিবার (৯ডিসেম্বর) সকাল ১১টায় শেরপুরের বিশালপুর ইউনিয়নের নাইশিমুল গ্রামে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির বাস্তবায়নে শেরপুর উপজেলা নির্বহী কর্মকর্তা মো: মইনুল ইসলামের সভাপতিত্বে নির্মান কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, শেরপুর উপজেলা পিআইও মোছা: শামছুন্নাহার শিউলী, বিশালপুর ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন খাঁন, সাবেক চেয়ারম্যান শাজাহান আলী, নায়েব সাইফুল ইসলাম, আ’লীগ নেতা আবু তালেব আকন্দ, শামীম ইফতেখার, আনোয়ার হোসেন, ইউপি যুবলীগের সেক্রেটারী পাভেল প্রমুখ। উপজেলা সুত্রে জানাযায়, শেরপুর উপজেলায় ৪৫টি ঘরের বরাদ্ধ হয়েছে। প্রতিটি ঘরের মুল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২ শতক জমির উপর যেখানে ২টি রুম, ১টি রান্না ঘর, ১টি বাথরুম থাকবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন