জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ

জয়পুরহাটের কাশিয়াবাড়ী শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হল রুেেম শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট।
শিক্ষার প্রসারে সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে আরিফুর রহমান রকেট বলেন, নিজ নিজ গ্রামের দরিদ্র শিক্ষার্থীদের সাহায্য ও মেধাবীদের উচ্চ শিক্ষায় সহায়তা করলে দেশ ও জাতি উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম হবে। বর্তমান সরকার জন ও শিক্ষাবান্ধব সরকার। বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার প্রাথমিক শিক্ষায় ব্যাপক উন্নয়ন করেছে। ঝরে পড়া শিক্ষার্থী রোধে সরকার বিভিন্ন প্রকার যুগান্তকারী প্রদক্ষেপ নিয়েছে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ব্যাপক প্রসার ঘটানো হয়েছে।
শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণকালে, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি আজম আালী, কাউন্সিলর হায়দার আলী পলাশ, শহর কাশিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম নবী মন্ডল উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন