ভাইকে হত্যার দায়ে অপর দুই ভাইসহ তিন জনের ফাঁসী আদেশ দিলেন আদালত

জয়পুরহাটে আক্কেলপুর উপজেলার আওয়াল গাড়ী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি হত্যা মামলার রায়ে দুই ভাই সহ তিন জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন জেলা ও দায়রা জজ নূর ইসলাম।
দন্ড প্রাপ্ত আসামীরা হলেন, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের তাসেম মন্ডলের দুই ছেলে- শেকেন্দার আলী , শহীদুল ইসলাম ও পার্শবতী ক্ষেতলাল উপজেলার উলিপুর - জিয়ানীপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে বাবু।
মামলার সংক্ষিপ্ত বিবরনীতে জানা যায়, আওয়ালগাড়ী গ্রামের আশরাফ আলীর ছেলে আবু তাহেরের সাথে তার দুই ভাই সেকেন্দার ও শহীদুলের জমি জমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।
ওই বিরোধের জেরে গত ২০০৭ সালের ১ মার্চ রাতে তার দন্ড প্রাপ্ত দুই ভাইসহ ৪/৫ জন ধারালো অস্ত্র নিয়ে আবু তাহেরের শয়ন কক্ষে প্রবেশ করে। আসামীরা ঘুমন্ত আবু তাহেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে । পর দিন আবু তাহেরের শশুর আশরাফ আলী বাদি হয়ে আক্কেলপুর থানায় মামলা করেন।
রাষ্ট্র পক্ষের আইনজীবি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, দীর্ঘ শুনানি শেষে, আদালত এ রায় দেন। এ মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে জানান, রাষ্ট্র পক্ষের আইনজীবি এ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মন্ডল।
বিবাদী পক্ষের আইনজীবি এ্যাড. নন্দকিশোর আগরওয়ালা রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে আপীলের কথা জানান।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন