মানষিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

বগুড়ার শেরপুরে মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে মতিয়ার রহমান (৬০) নামের এক বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি শেরপুর উপজেলার কয়ের খালী গ্রামের মৃত আব্দুর রহিম বক্সের ছেলে।
রবিবার (১২ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মতিয়ার রহমান মারা যান।
নিহতের মানসিক ভারসাম্যহীন ছেলে মামুন (২৮) শনিবার (১১ডিসেম্বর) বিকেলে বাড়ি থেকে ৫ কেজি চাউল কাউকে না জানিয়ে স্থানীয় একটি মাজারে দান করেন।
বাড়ি থেকে চাউল নিয়ে যাওয়ার কারনে ওই রাতেই মতিয়ার রহমান ছেলেকে গালমন্দ করেন। রাত ৪ টার দিকে মামুন তার বাবাকে ঘুম থেকে ডেকে তুলে চাউল নিয়ে আসার জন্য যেতে বলে।
এরপর বাবা-ছেলে গ্রামের রেজাউলের ভুট্টার ক্ষেতের কাছে পৌঁছালে মামুন তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। বৃদ্ধ মতিয়ারের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এসে মামুনকে আটক করে এবং গুরুতর আহত মতিয়ার রহমানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে দেয়।
সেখানে অবস্থার অবনতি হলে মতিয়ার রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যার পর মতিয়ার রহমান মারা যান।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, হত্যাকারী মামুন একজন মানসিক ভারসাম্যহীন। তবে তাকে পুলিশ হেফাজতে রাখা হলেও এখন পর্যন্ত কেউ তার বিরুদ্ধে অভিযোগ দেয়নি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন