বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। মঙ্গলবার ১৪ ডিসেম্বর সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে সাতমথা থেকে আলোক প্রজ্জ্বলন করা হয়। পরে র্যালীসহ শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ খোকন পার্কে মিলিত হয়। সেখানে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শহীদ মিনার প্রাঙ্গনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী ও জোটের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো: আব্দুল হান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম। এসময় জোটের কার্য নির্বাহী সদস্যগণ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহান বিজয় দিবস উপলক্ষে (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় শহীদদের শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা। সকাল ৯টায় বিজয়ের সূবর্ণজয়ন্তীতে আনন্দ র্যালী শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। এরপর ১৭ ও ১৮ ডিসেম্বর বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনার শহীদ খোকন পার্কে বিজয়ের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।
সম্মিলিত সাংস্কৃতিক জোট, বগুড়ার আয়োজনে চারদিনের বিজয় উৎসবে সভাপতিত্ব করবেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন