বগুড়ায় ৭টি ওয়ারেন্টের আসামী জামায়াতের আমির রাজ্জাক গ্রেফতার

বগুড়ায় জেলা জামাতের আমির আব্দুর রাজ্জাক (৪৯) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শহরের ফুলবাড়ি তালুকদার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাজ্জাক ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার মৃত বদির উদ্দিন মন্ডলের ছেলে ও বগুড়া জেলা পশ্চিম জামায়াতের আমির।
ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া জানান, গ্রেফতারকৃত জামায়াত নেতার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরক আইনে ৭ মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে। গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির টিম দীর্ঘদিনের অপেক্ষার পর তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এ প্রসঙ্গে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, গ্রেফতারকৃত রাজ্জাক কে মঙ্গলবার দুপুরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। বগুড়ায় সুষ্ঠু আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অত্যন্ত গুরুত্বের সাথে ছোট বড় সকল ওয়ারেন্ট তামিল করা হচ্ছে। শুধু তাই নয় উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র হিসেবে খ্যাত বগুড়ায় যেন কোনভাবেই আর অপরাধীরা মাথা চাড়া না দিতে পারে সেই লক্ষ্যেও পুলিশ সদস্যরা সর্বোচ্চ গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছেন মর্মে জানান তিনি।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন