প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২১ ২২:১৭

বাংলাদেশ ব্যাংক এর গভর্নর কর্তৃক নিডো’র নির্বাহী পরিচাল-কে গৃহায়ানের চেক প্রদান

নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ ব্যাংক এর গভর্নর কর্তৃক নিডো’র
নির্বাহী পরিচাল-কে গৃহায়ানের চেক প্রদান

বগুড়া সদর উপজেলার নামুজা অর্থনৈতিক উন্নয়ন সংস্থা নিডো’র নির্বাহী পরিচালক রোটাঃ মোঃ রফিকুল ইসলম-কে গত ১২ডিসেম্বর (রবিবার) বিকালে বাংলাদেশ ব্যাংক এর মাননীয় গভর্নর জনাব ফজলে কবির এর নিকট হতে মজিব শতবর্ষ উপলক্ষে গৃহায়ানের চেক গ্রহন করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

 

উপরে