প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২১ ২২:৩৩

কালাইয়ে পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
কালাইয়ে পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন। বুধবার বিকেলে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন পরিষদের কালাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার মহন্ত বিটলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের কালাই উপজেলা শাখার সভাপতি শ্রী অশোক কুমার দত্ত। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি। বিশেষ অতিথি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জয়পুরহাট জেলা শাখার সভাপতি হƒষিকেশ সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক সুমন কুমার সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কালাই উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মনীশ চৌধুরী প্রমুখ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে