বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা

বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের আচরণবিধি ও নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে বগুড়া শহরের চারমাথাস্থ সেঞ্চুরী মোটেলে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান খোরশেদ আলম।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশান রাজশাহী বিভাগীয় আঞ্চলিক সভাপতি ও জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ¦ রফিকুল ইসলাম রফিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া আন্ত:জেলা ট্রাক শ্রমিক ইউনিয়সের সভাপতি আব্দুল মান্নান মন্ডল। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল ও সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু। বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা আইনজীবী নাসিম আহম্মেদ ও সাংবাদিক এএইচএম আখতারুজ্জামান। বগুড়ার শিবগঞ্জ উপজেলার নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন বগুড়া মোটর মালিক গ্রুপের নির্বাচনের প্রার্থী আখতারুজ্জামান ডিউক, আমিনুল ইসলাম, সানাউল্লাহ ছানা, তালুকদার ফজলুর রহমান। সভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, উপদেষ্টাবৃন্দ ও অন্যান্য প্রার্থীগণ উপস্থিত ছিলেন।
সভায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ, আচরণবিধি মেনে চলাসহ বিভিণ্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
১৩ ডিসেম্বর সোমবার চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। চুড়ান্ত তালিকায় ৩৮ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনে ১৯ টি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনে বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের যাচাই বাছাই শেষে ৫৮২ জন ভোটারের নাম চুড়ান্ত করা হয়। এসবের পূর্বে খসড়া ভোটার এবং পরে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন