বগুড়ায় সাংসদ বাবলু ও তার স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দুদকের

বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু এবং সাংসদের স্ত্রী বিউটি খাতুন কে সম্পদ বিবরণী দালিখের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) বগুড়া জেলা কার্যালয় সাংসদ বাবলু, তার স্ত্রী কে পৃথক দুটি আদেশে তাদের উপর নির্ভরশীলদের সম্পদের হিসাব চেয়ে চিঠি দিয়েছে।
দুদকের সহকারি পরিচালক আমিনুল ইসলাম বলেন, সাংসদ রেজাউল করিম বাবলু ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রাথমিক তদন্তে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদের তথ্য পাওয়া গেছে। এই কারণে সাংসদ ও তার উপর নির্ভরশীলদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সম্পদ বিবরণী দাখিলের জন্য সাংসদ ২১ দিন সময় পাবেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংসদ রেজাউল করিম বাবলু বলেন, ‘দুদক থেকে প্রেরিত চিঠি তিনি পেয়েছেন। তিনি বিধি অনুযায়ী সকল তথ্য দুদক কে দিবেন। এছাড়াও তিনি বলেন দুর্নীতিবিরোধী অভিযানে দুদক অবশ্যই দেশের যে কাউকে যেকোন সময় এমন চিঠি দিতে পারেন বিষয়টি স্বাভাবিক এ বিষয়ে তিনি চিন্তিত নয় ।
এদিকে এর আগেও একাধিকবার সাংসদ রেজাউল করিম দাবি করে আসছেন, তার কোনো অবৈধ সম্পদ নেই।
উল্লেখ্য, গত সংসদ নির্বাচনের হলফনামায় মাসিক আয় ৪১৭ টাকা দেখান রেজাউল করিম বাবলু। নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে জয়ী হওয়ার দুই মাসের মধ্যে গাড়ি (নোয়াহ হাইব্রিড) কিনে আলোচনায় আসেন তিনি। গত মার্চ মাসের শুরুতে তার সম্পদের প্রাথমিক তথ্য চেয়ে নোটিশ পাঠায় দুদকের বগুড়া কার্যালয়। চিঠিতে ১৪ মার্চের মধ্যে হাজির হয়ে সম্পদের প্রাথমিক হিসাব দাখিলের নির্দেশ দেয়া হয়। নোটিশের পরে ১৪ মার্চ তিনি বগুড়ার দুদক কার্যালয়ে যান তবে সেদিন কোনো তথ্য জমা দেননি। পরে দুদক তাকে ২৪ মার্চ পর্যন্ত তাকে সময় দিলে পরে অবশ্য প্রাথমিকভাবে সম্পদের তথ্য দিয়েছিলেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন