প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২১ ২৩:৪০

বগুড়ায় বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির বিজয় দিবস উদযাপন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ
মালিক সমিতির বিজয় দিবস উদযাপন

বগুড়ায় বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি জেলা শাখার উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সমিতির নেতৃবৃন্দরা শহরের মুক্তির ফুলবাড়িতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে শহরের কলেজ রোডের ভিআইপি অটোমোবাইল ওয়ার্কশপে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতি বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সার্বিক ব্যবস্থাপনায় সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আলোচনা করেন। সর্বদা সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত হয়ে দেশের সেবা ও অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক ওয়াজেদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম ও আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী শান্ত, সদস্যবৃন্দ যথাক্রমে রতন, সাদিকুল, মাসুম, এনামুল, জুয়েল, ফজলু, ইসমাইল, সোহেল, সাইদুর, সাখাওয়াত, শাহীন, আলিমসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরিশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে সমিতির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

উপরে