বিজয় দিবসে শীতবস্ত্র দিয়ে শিশুদের মুখে হাসি ফোঁটালো শাহ সোসাইটি অব বগুড়া

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় শীতবস্ত্র বিতরণের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুঁটিয়েছে সেচ্ছাসেবী ও সামাজিক উন্নয়নমূলক সংস্থা শাহ সোসাইটি অব বগুড়া। বৃহস্পতিবার বিকেলে শহরের সাতমাথা সাতানি বাড়ি সংস্থার কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি মনোয়ারা খাতুন সোহানার সার্বিক ব্যবস্থাপনায় বিজয় দিবসের বিশেষ দিনে পরম মমতায় শীতবস্ত্র হিসেবে শিশুদের হাতে ভাল মানের কম্বল তুলে দেন সংস্থার নির্বাহী পরিচালক শাহনাওয়াজ রহমান। জাতির পিতাসহ মহান মুক্তিযুদ্ধে শহীদ সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শুধু শীতবস্ত্র বিতরণই নয় বিজয়ের আনন্দের পিছনে যে মুক্তিযুদ্ধের যে গৌরবময় ইতিহাস রয়েছে তাদের সামনে গল্পের মাধ্যমে সেগুলো তুলে ধরা হয়। ছোট থেকেই আমাদের প্রজন্মের সকলেরা যেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় অংশগ্রহণ করতে পারে সেই লক্ষ্যে তাদের অনুপ্রেরণা দেন সংস্থার নির্বাহী পরিচালক শাহনাওয়াজ রহমান। অনুষ্ঠানে এসময় জিহান, আফসানা মিমী, সৈয়দ সফিউল তারিকসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মানবতার স্বার্থে শাহ সোসাইটি অব বগুড়া দীর্ঘদিন যাবত নিরবেই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়ন, অসহায়দের সহযোগিতা প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি, নারী অধিকার প্রতিষ্ঠায় সচেতনতামূলক ক্যাম্পেইন, সমাজে বৈষম্যদূরীকরণের মাধ্যমে সম-উন্নয়ন সাধনসহ এসডিজি বাস্তবায়নে সেচ্ছাশ্রমের ভিত্তিতে নানামুখী কর্মকান্ড পরিচালনা করে আসছে যা প্রশংসা কুঁড়িয়েছে বগুড়ার সর্বমহলে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন