বগুড়ায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে জেলা প্রশাসনের সংবর্ধনা
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে শহরের জিলা স্কুল অডিটোরিয়ামে বৃহস্পতিবার দুপুরে জেলার প্রায় ৫’শ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের ত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। জাতির পিতাসহ মহান মুক্তিযুদ্ধে শহীদ সকলের প্রতি তিনি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় বর্তমান প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান তিনি। দেশের উন্নয়নের অগ্রযাত্রায় তিনি মুক্তিযোদ্ধাদের সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে সকলকে পথপ্রদর্শণেরও কথা বলেন তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মোকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, সমাজসেবা অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু সাঈদ মোহাম্মদ কাউছার রহমান এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক জিয়াউল হক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়াও মুক্তিযোদ্ধাদের হাতে উপহার হিসেবে জেলা প্রশাসনের পক্ষে প্রাইজবন্ড তুলে দেন তিনি। অনুষ্ঠানের শুরুতে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন
